বুধবার ১৩ নভেম্বর ২০২৪ ২৯ কার্তিক ১৪৩১
শিরোনাম: হাসিনা সঙ্গী-সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন: রিজভী       রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড       স্থায়ী কমিটির বৈঠক: জামায়াত ইস্যুতে যে তাগিদ বিএনপি নেতাদের       আবারও খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা       উলামাদের মধ্যে রুহানী ঐক্য প্রয়োজন : জামায়াতের আমির       শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রত্যাহার ব্রাউনিয়ার       হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন      
ওয়ালটন-বুয়েট প্রিমিয়ার লিগ শুরু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৪ পিএম |

ক্রীড়াবন্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আয়োজনে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন-বুয়েট প্রিমিয়ার লিগ ফুটবল, সিজন-৫।’

বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বুয়েটের পানিসম্পদ প্রকৌশল (ডব্লিউআরই) বিভাগের অধ্যাপক ও বুয়েটের ফুটবল উপদেষ্টা ড. মোস্তফা আলী। এ সময় ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইমরান আল বারী ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে মুখোমুখি হয় সান্তিয়াগো বার্নাবুয়েট ও এনআর ওয়ারিয়র্স। এই ম্যাচে অবশ্য কেউ জিতেনি। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল। ম্যাচসেরা হন এনআর ওয়ারিয়র্সের নিপুন।

আগামীকাল বিকেলে দ্য ইনক্রিডেবলস ও টিম মাইটি এবং এনআর ওয়ারিয়র্স ও টিম এম অ্যান্ড এস মুখোমুখি হবে।

পাঁচটি দলের অংশগ্রহণে ১৬দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। সেদিন ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com