সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: প্রকল্প প্রস্তাবেই দুর্নীতি: ধরা পড়লে হইচই, শাস্তি হয়নি কারও       পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান      
আনজুমান ট্রাস্টের এসভিপির ইন্তেকালে জামেয়া দাখিল ২০০২ ও কামিল ২০০৮ ব্যাচের শোক প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৮ পিএম |

২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ৮:৩০ মিনিটে আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেব ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন।  উনার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামেয়া দাখিল ২০০২, আলিম ২০০৪, ফাজিল ২০০৬, ও কামিল ২০০৮ ব্যাচ।

আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেবের রুহের মাগফেরাত কামনা করেন কাশেম রেজা নঈমী, সৈয়দ আবু নওশাদ নঈমী, রবিউল আলম, আরাফাতুল ইসলাম, নুরুল আবছার, নুরুল ইসলাম,মাহতাব,ইসকান্দর সুমন, মহিউদ্দিন মাহিম,কাজী মামুন,ইয়াসিন,আবু বক্কর সিদ্দিক, কামালুদ্দিন মাসুদ, আবদুশ শাকুর, হেলাল উদ্দিন, আবদুল কাইয়ুম, এসএম শফিউল ইসলাম, মো সালাউদ্দিন, এড সুলতান মহিউদ্দিন জনি, ওসমান গনি, আবদুল গফুর,আহমদ নবী,মো ইব্রাহিম, শাহাদাত হোসেন রনি,এড মাহমুদ,শাহেদুল হক,সিহাব উদ্দিন,সৈয়দ ফরমান উল্লাহ,মোদাচ্ছের, মিসবাহ উদ্দিন লিটন, আব্দুল হামিদ, আহমদ নবী, জামাল উদ্দিন, মোঃ ইবরাহীম, শাহাদাত হোসন রনি, সালেহ আহমদ,কামরুল হাসান এলিন, হাবিব রেজা দেলোয়ার, সৈয়দ ফরমান উলাহ,হাফেজ আবুল হাশেম
হাফেজ  ইউসুফ,কাজী জিয়াউর রহমান,
ইয়াসিন হাসনাত, মোঃসাইফু্দ্দিন,শফিউর রহমান, মোঃহলাল উদ্দিন, মো সিহাব উদিন, গাজী আজিজ, হাফেজ সাইফুদ্দিন,আরিফুল ইসলাম,মাসুদ আত্তারী।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com