সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম: প্রকল্প প্রস্তাবেই দুর্নীতি: ধরা পড়লে হইচই, শাস্তি হয়নি কারও       পাবনায় ট্রেজারি ভবন নির্মাণ: ব্যয় প্রস্তাব হয়েছে রেট শিডিউলের দ্বিগুণের বেশি       ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান       যে ভিসায় ভারতে থাকার অনুমতি পেয়েছেন শেখ হাসিনা       সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি       পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনা       শেখ হাসিনার নামে মামলা করলেন মাহমুদুর রহমান      
স্মার্টফোনের বাজার কাঁপাতে রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজ ফেরার গুঞ্জন
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৬ এএম |

তরুণ প্রজন্মের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই একটি নতুন ফোন আনতে চলেছে বলে ধারণা করা হচ্ছে, যা পারফরম্যান্সের ক্ষেত্রে অনন্য মাত্রা যোগ করবে। গুঞ্জন রয়েছে, এই স্মার্টফোনটি হতে যাচ্ছে রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজের ফোন, যা এক বছর পর ফিরে আসছে।

শোনা যাচ্ছে, আসন্ন এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা পরিচালিত একটি শক্তিশালী ফোন হতে চলেছে। যদি এটি সত্য হয়, তবে ব্যবহারকারীরা এই স্মার্টফোনের মাধ্যমে অসাধারণ পারফরম্যান্স এবং দ্রুত গতির অভিজ্ঞতা পাবেন। যদিও বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি, প্রযুক্তি বিশেষজ্ঞরা এর সম্ভাব্য পারফরম্যান্স নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ডিভাইসটির পারফরম্যান্সের মূল ভিত্তি প্রসেসিং স্পিড হলেও, অন্যান্য ফ্ল্যাগশিপ ফিচার থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, যা তরুণ ব্যবহারকারীদের এই ফোনের ব্যাপারে আরও আগ্রহী করে তুলবে। ফোনে আরও থাকতে পারে একটি শক্তিশালী সনি ওআইএস পোর্ট্রেট ক্যামেরা। এটি স্মার্টফোনপ্রেমীদের দেবে অসাধারণ এবং ঝকঝকে ছবি তোলার অভিজ্ঞতা।

গ্রাহকদের বাড়তি প্রত্যাশা পূরণে ফোনটিতে একটি উচ্চমানের রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এই সম্ভাবনা সত্যি হলে, ডিসপ্লে ব্যবহারকারীদের অভূতপূর্ব ভিজ্যুয়াল অভিজ্ঞতার পাশাপাশি চোখ ধাঁধানো গ্রাফিক্স দিতে সক্ষম হতে পারে।

এছাড়াও, চার্জিং সক্ষমতা অনেক ব্যবহারকারীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইন্ডাস্ট্রির ভেতরের সূত্র বলছে, এই ফোনটি অত্যন্ত দ্রুত চার্জিং সুবিধা নিয়ে আসছে। কিছু সূত্র এমন ইঙ্গিতও দিচ্ছে যে, এটি ৬৭ ওয়াট সুপারভুক  চার্জিং এর মতোই শক্তিশালী হতে পারে।

যদিও বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে অতুলনীয় গতিসম্পন্ন এবং পারফরম্যান্স প্রদানে সক্ষম এই স্মার্টফোনটির সম্পর্কে জানার জন্য গ্রাহকদের আগ্রহ কিন্তু বেড়েই চলেছে। তরুণ স্মার্টফোনপ্রেমীরা তাই নতুন ফোনের অভাবনীয় পারফরম্যান্সের সাক্ষী হওয়ার জন্য দিন গুনছেন।

নতুন স্মার্টফোনটির সম্ভাব্য উন্মোচন সম্পর্কিত আরও আপডেটের জন্য, রিয়েলমি বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ  https://www.facebook.com/realmeBD/  -এ ভিজিট করুন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com