শিরোনাম: |
শেরপুরে জাতীয় কন্যা দিবস পালিত
শেরপুর প্রতিনিধি
|
"কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে সভাকক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ, জনস্বাস্থ্য প্রোকৌলী মনিরুজ্জামান মনির, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। |