শিরোনাম: |
ফার্স্ট সাটার-ডে গ্র্যান্ড মাস্টারস, আন্তর্জাতিক মাস্টারস ও অনুর্ধ্ব-২২৫০ রেটিং দাবা প্রতিযোগিতা
|
হাঙ্গেরির বুদাপেস্ট শহরে গতকাল (শনিবার) হতে ফার্স্ট সাটার-ডে গ্র্যান্ড মাস্টারস দাবার তৃতীয় রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তিন খেলায় আড়াই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় ৩ খেলায় ১ পয়েন্ট পেয়েছেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার নেভেরভ ভ্যালরির সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টারস দাবায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৩ খেলায় ১ পয়েন্ট পেয়েছেন। অনুর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ৩ খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন। গতকাল (সোমবার) অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের ফিদে মাস্টার মোঃ ইমরানকে পরাজিত করেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় ভারতের ফিদে মাস্টার পানেসার বেদান্তের কাছে ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মাল্টার ক্যান্ডিডেট মাস্টার মিফসুদ টিমোথির কাছে হেরে যান। রেটিং ইভেন্টে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হাঙ্গেরির ফারাগো সেন্দরকে পরাজিত করেন।
|