সোমবার ৪ নভেম্বর ২০২৪ ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম: বোতলের পানি নিয়ে নৈরাজ্য, বাজারের নিয়ন্ত্রণ ৭ কম্পানির হাতে        অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ       সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত জানতে চালু হচ্ছে ওয়েবসাইট       এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে, স্থিতিশীলতা এলে বাড়বে বিনিয়োগ       সিলেটে অস্থিতিশীল চালের বাজার       আদানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে যা বলল ভারত       স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার - ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের      
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসক “স্মারকলিপি” প্রদান
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৯:৪০ এএম |

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা আসন্ন শারর্দীয় দুর্গা পুর্জা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গোঃসব পালনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় জনাব মোঃ মোস্তাক অঅহমেদ স্বারকলিপিটি গ্রহন করেন। এ সময় বাংলাদেশ  মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎন্সা দত্ত,সহসভাপতি শামছুরনাহার, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, ব্রা  এক্্িরকিউটিভ মোঃ মফিজুল ইসলামসহ ও অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিতিত ছিলেন। 


বাংলাদেশ মহিলা পরিষদ, ৫৩ বছর যাবৎ নারীর ক্ষমতায়ন মানবাধিকার প্রতিষ্ঠা এবং পরিবার-সমাজ-রাষ্ট্র সর্বস্তরেই নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমতা ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সংস্কৃতিক প্রতিষ্ঠার লক্ষ্যে বহুমুখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আগামী ৯ ই অক্টোবর থেকে শুরু হতে  যাচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূগোৎসব। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করে যা এর ঐতিহ্যের অঙ্গ। যেখানে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকে।

 বর্তমানে আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি, প্রতিমা ভাঙচুর লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে শান্তিশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সার্বজনীন শারদীয় দূগোৎসব পালন করা যায় সেই বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ।

ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের  অধিকার সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে আপনি সহায়ক ভুমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। সার্বজনীন শারদীয় দূগোৎসব সকলের জন্য আন্দময় হোক।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com