সোমবার ৪ নভেম্বর ২০২৪ ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম: বোতলের পানি নিয়ে নৈরাজ্য, বাজারের নিয়ন্ত্রণ ৭ কম্পানির হাতে        অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ       সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত জানতে চালু হচ্ছে ওয়েবসাইট       এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে, স্থিতিশীলতা এলে বাড়বে বিনিয়োগ       সিলেটে অস্থিতিশীল চালের বাজার       আদানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে যা বলল ভারত       স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার - ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের      
এমটিবি এবং মানু ফার্মসের মধ্যে পোল্ট্রি খামারিদের জন্য অর্থায়নে সমঝোতা চুক্তি স্বাক্ষর
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৩ পিএম |

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং মানু ফার্মসের মধ্যে সম্প্রতি পোল্ট্রি খামারিদের অর্থায়নের বিষয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অক্টোবর ০৯, ২০২৪ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং মানু ফার্মসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, মুহাম্মদ শাহীন যথাক্রমে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ।

এই সমঝোতা চুক্তির আওতায়, এমটিবি মানু ফার্মসে তালিকাভুক্ত পোল্ট্রি খামারিদের আর্থিক সেবা প্রদান করবে, যা কৃষক এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি সংযোগ স্থাপন করবে ও কৃষি খাতে উদ্ভাবনী অর্থায়নের সমাধান সরবরাহ করবে।

অন্যান্যদের মধ্যে এমটিবি’র, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব সিআরএম, উসমান রাশেদ মুঈন, ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান, খালিদ হোসেন, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান, সঞ্জীব কুমার দে এবং এমটিবি ও মানু ফার্মসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানটিতে। 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com