বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
হিডস্ গ্রুপ চেয়ারম্যান লায়ন ড. হারুন অর রশিদ-এর ইউনিভার্সিটি অব স্কীল এনরিসমেন্ট এন্ড টেকনোলজি পরিদর্শন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৬:৫৪ পিএম |

হিডস্ গ্রুপ চেয়ারম্যান লায়ন ড. হারুন অর রশিদ-এর ইউনিভার্সিটি অব স্কীল এনরিসমেন্ট এন্ড টেকনোলজি পরিদর্শন
প্রতিবেদক: হিডস্ গ্রুপের মান্যবর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লায়ন ড. হারুন উর রশীদ-এর নেতৃত্বে ২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ১৭ অক্টোবর, ২০২৪ ঈসাই বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব স্কীল এনরিসমেন্ট এন্ড টেকনোলজি’র নারায়ণগঞ্জস্থ ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শক দলে চেয়ারম্যান মহোদয়ের সাথে আরো নগদহাটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার লায়ন ড. মাহবুবুর রহমান খান।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিদর্শক দলকে স্বাগত জানান রেজিস্ট্রার প্রফেসর ড. শরীফ সাকী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাবিবুর রহমান খান, ভর্তি ও জনসংযোগ পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ মাস্উদুর রহমান তালুকদার এবং ভিক্টোরিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জনাব মুহাম্মাদ ওমর ফারুক। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শক দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শ্রেনী কক্ষ, ল্যাব, লাইব্রেরি ইত্যাদি ঘুরেফিরে দেখান।

পরিদর্শক দল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে একটি মতো বিনিময় সভায় মিলিত হন। আলোচনা চলাকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর সাকী হিডস্ চেয়ারম্যান লায়ন ড. হারুন অর রশিদ সাহেবের নিকট বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পরামর্শ ও সহযোগিতার আবেদন করলে তিনি তাতে সানন্দে সম্মতি জ্ঞাপন করেন। সভা শেষে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ এবং কি ভাবে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা যায় তার নিমিত্তে একটি পর্যালোচনা রিপোর্ট তৈরি করার সীদ্ধান্ত নেওয়া হয়। দুয়া ও মুনাজাতের মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com