শিরোনাম: |
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩৩
|
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৮০ জন। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ হামলা চালায় ইসরাইলি সেনারা। শনিবার (১৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ্যা ৫০ জনের বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিস। এছাড়া এসব হামলায় আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আল-আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: মোহাম্মাদ সালহা বলেছেন, জাবালিয়ায় সর্বশেষ মারাত্মক হামলায় আহত প্রায় ৭০ জনকে তাদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। যাদের বেশিভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন তিনি। জাবালিয়ায় গত দুই সপ্তাহ ধরে আবারো ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল। কারণ শরণার্থী ক্যাম্পটিতে পুনরায় সংগঠিত হয়েছিল হামাসের যোদ্ধারা। এছাড়া সেখানে বেসামরিক সরকারও পুনঃপ্রতিষ্ঠিত করতে সমর্থিত হয়েছিল তারা। এদিকে গত বুধবার (১৬ অক্টোবর) ইসরাইলি হামলায় নিহত হয়েছেন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। অন্তত এক বছর ধরে গোপন অবস্থানে থাকার পর ইসরাইলি বাহিনীর হাতেই মৃত্যু হয় তার। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইল। এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালিয়ে কমপক্ষে ৪২ হাজার ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। এছাড়া আহত হয়েছে আরো ৯৯ হাজার ৫৪৬ জন। সূত্র : আল-জাজিরা
|