সোমবার ৪ নভেম্বর ২০২৪ ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম: অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ       সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত জানতে চালু হচ্ছে ওয়েবসাইট       এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে, স্থিতিশীলতা এলে বাড়বে বিনিয়োগ       সিলেটে অস্থিতিশীল চালের বাজার       আদানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে যা বলল ভারত       স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার - ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের       বাচসাস’র নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল       
প্যারিসে "গণঅভ্যুত্থান ২০২৪: বাংলাদেশি ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ১০:১৬ এএম |

আজ প্যারিসের সিংগা,প্যারিস এর  হল রুমে সাউথ এশিয়ান প্ল্যাটফর্ম - ভাষা এবং সিংগার সহযোগিতায় "গণঅভ্যুত্থান ২০২৪: বাংলাদেশি ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশি ডায়াস্পোরার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ নিয়ে আগ্রহী ফরাসী নাগরিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফ্যাশন ডিজাইনার এবং অনুবাদক আবদুল্লাহ আল মেহদী। প্রথমেই কবি ও গবেষক আবু জুবায়ের কতৃক নির্মিত প্রামাণ্যচিত্র "লাল জুলাই ২০২৪" এর অংশবিশেষ প্রদর্শিত হয়। এরপর সংগীত শিল্পী লুবনা ইয়াসমিন দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন এবং শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেমিনারে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জ-পিয়ের বেকু (Jean-Pierre Bécue), যিনি কমিটি ফ্রঁসেজ দ্য সুতিয়েন আ জিকে (Comité Français de Soutien à GK)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এমানুয়েল বুর্জে (Emmanuelle Bourge), যিনি উদ্যোক্তা বিভাগের (Responsable Pôle Entrepreneuriat)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এডভোকেট কাজী আবদুল্লাহ আল মামুন (ফারাক্কা মামুন) , কমিউনিটি ব্যক্তিত্ব ড. মুহাম্মদ বোরহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফ হাসান রুমু, মুক্তিযোদ্ধা নুরুল হোসেন চৌধুরী, সাংবাদিক শাবুল আহমেদ, প্যারিসের জানালার সেক্রেটারি ফারজানা আকতার , চিন্তক খালেদুর রহমান সাগর,  এক্টিভিস্ট আবদুল্লাহ আল রিয়াদ সিদদিকি, এবং নারী নেত্রী সুলতানা জেসমিন প্রমুখ।

বক্তারা ২০২৪ সালের বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কীভাবে এই আন্দোলন দেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন করছে তা বিশ্লেষণ করেন। তাঁরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আলোকচকরা বলেন ২০২৪ সালের ছাত্র ও জনতার অভ্যুত্থান সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত প্রতিরোধ হিসেবে আমাদের গণ্য করতে হবে । এই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদের বিভিন্ন দাবির প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী বাংলাদেশিদের নাগরিক ( এনারবি)  অধিকার নিশ্চিত করা, দূতাবাসের সেবা উন্নত করা এবং তাদের অর্থনৈতিক অবদানকে সুরক্ষিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com