সোমবার ৪ নভেম্বর ২০২৪ ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম: বোতলের পানি নিয়ে নৈরাজ্য, বাজারের নিয়ন্ত্রণ ৭ কম্পানির হাতে        অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ       সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত জানতে চালু হচ্ছে ওয়েবসাইট       এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে, স্থিতিশীলতা এলে বাড়বে বিনিয়োগ       সিলেটে অস্থিতিশীল চালের বাজার       আদানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে যা বলল ভারত       স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার - ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের      
এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব সাদা ছড়ি দিবস ২০২৪ পালন
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:১৩ পিএম |

অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন চলাফেরার প্রতীক হিসেবে সাদা ছড়ির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর সাথে যৌথ উদ্যোগে বিশ্ব সাদা ছড়ি দিবস ২০২৪ পালন করেছে।
এই আয়োজনটির উল্লেখযোগ্য বিষয় ছিল এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি, ব্রেইল কিটস্ এবং সহায়ক ডিভাইস বিতরণ। এর পর দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার, সমাজে তাদের অন্তর্ভুক্তি এবং প্রবেশাধিকারের যোগ্যতা সৃষ্টি ও তাদের জীবনের প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি অধিবেশনের আয়োজন করা হয়।
বিশেষ এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশন-এর সিইও, সামিয়া চৌধুরী এবং এমটিবি ফাউন্ডেশনের সহযোগী, গোলাম রাব্বানী এবং সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর নির্বাহী পরিচালক, খন্দকার জহুরুল আলম।

 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com