সোমবার ৪ নভেম্বর ২০২৪ ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম: অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ       সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত জানতে চালু হচ্ছে ওয়েবসাইট       এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে, স্থিতিশীলতা এলে বাড়বে বিনিয়োগ       সিলেটে অস্থিতিশীল চালের বাজার       আদানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে যা বলল ভারত       স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার - ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের       বাচসাস’র নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল       
ইসরায়েলি হামলায় গাজায় ৪৫ ফিলিস্তিনি নিহত
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ১০:২২ এএম |

উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) রাতে পৃথক ইসরায়েলি হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার। 

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কোনো আগাম সতর্কতা ছাড়াই জনবহুল ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল।


এতে অন্তত ৩৫ জন নিহত আর বহু মানুষ আহত হয়েছেন। এক কিছু সময় পরে আরেক হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। নিহত ও আহতদের মধ্যে অনেকেই শিশু, নারী ও বৃদ্ধ। 
অ্যাম্বুলেন্স সংকট এবং ওই অঞ্চলে যাওয়ার সব পথ ইসরায়েলি সেনারা আটকে রাখায় হামলার পর উদ্ধার অভিযান চালাতে পারেনি কর্তৃপক্ষ।


বেইত লাহিয়ার অন্তত পাঁচটি বাড়িতে এই হামলা চালানো হয়। 
গত তিন সপ্তাহ ধরে উত্তর গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। এরে বাস্তুচ্যুত হয়েছেন সেখানকার হাজারো বাসিন্দা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া, বেইত হানুন এবং বেইত লাহিয়ায় গত তিন সপ্তাহে ইসরায়েলি হামলায় প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com