সোমবার ৪ নভেম্বর ২০২৪ ২০ কার্তিক ১৪৩১
শিরোনাম: বোতলের পানি নিয়ে নৈরাজ্য, বাজারের নিয়ন্ত্রণ ৭ কম্পানির হাতে        অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ       সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত জানতে চালু হচ্ছে ওয়েবসাইট       এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে, স্থিতিশীলতা এলে বাড়বে বিনিয়োগ       সিলেটে অস্থিতিশীল চালের বাজার       আদানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে যা বলল ভারত       স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার - ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের      
চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১০:২৪ এএম |

নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল (৩২) ও নুরনবী (৩৫)।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে হানা দেয় চার চোর। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্লা টের পেয়ে যান। তার ডাক-চিৎকারে এগিয়ে আসে আশপাশের লোকজন। এ সময় চার চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিকবার গরু চুরি হয়েছে।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com