শিরোনাম: |
আজকের শেয়ারবাজার
|
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কো¤পানির ২৩ কোটি ১৯ লক্ষ ৪৬ হাজার ৫২৯ পরিমাণ ৫৫৬ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৮৫০ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৪.৫৬ পয়েন্ট বেড়ে ৫১৯৯.৪০ ডিএস-৩০ মূল্য সূচক ১০.১৯ পয়েন্ট বেড়ে ১৯২৬.০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.৬৯ পয়েন্ট বেড়ে ১১৪৪.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- বিএসসি, ইবনে সিনা, একমি ল্যাবঃ, অগ্নি সিস্টেম, ইসলামি ব্যাংক, রবি এক্সিয়াটা, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবঃ, ফারইস্ট নিটিং ও ওরিয়ন ফার্মা। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- বিএসসি, আইসিবি এএমসিএল অগ্রনী ব্যাংক মি.ফা.১, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, ক্রিস্টাল ইন্সুঃ, ডমিনেজ স্টিল, এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা., আইএফআইসি ফার্স্ট মি. ফা., গেøাবাল হেভী কেমিক্যাল ও সোনারবাংলা ইন্সুঃ। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- প্রগতি লাইফ ইন্সুঃ, নরদার্ন জুট, প্রিমিয়ার লিজিং, এনভয় টেক্সটাইল, বিডি ফাইন্যান্স, এনটিসি, এশিয়াটিক ল্যাবঃ, বিআইএফসি, ইফাদ অটোস ও শ্যামপুর সুগার।
|