শিরোনাম: |
নার্সিংয়ে পিএইচডি প্রদানে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন: ইউজিসি
|
নার্সিং শিক্ষায় পিএইচডি ডিগ্রি চালুর বিষয়ে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে কোইকা প্রতিনিধি দলের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে গুণগত নার্সিং শিক্ষা এবং এ খাতে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এছাড়া, উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এ খাতে আরও বেশি নজর দিতে হবে। নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রি চালু করতে হলে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি প্রতিনিধি দলকে জানান। তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে নার্সদের ব্যাপক অবদান রয়েছে। তাদের পেশাগত দক্ষতা অর্জনে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রয়োজন। স্বাস্থ্য সেবা উন্নত করতে হলে এ খাতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধি করা উচিৎ বলে তিনি মনে করেন। দক্ষ নার্স তৈরি হলে দেশে-বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান। প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, দেশে নার্সিং শিক্ষা একটু ভিন্ন। বেশিরভাগ প্রতিষ্ঠানে নার্সিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়। কোন বিষয়ে পিএইচডি ডিগ্রি চালু করতে হলে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার ও মান নিশ্চিত করার দিকে অধীক নজর দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সভায় কমিশনের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, যুগ্ম-সচিব (অতিরিক্ত দায়িত্ব) মুহম্মদ নাজমুল ইসলামসহ ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কোইকার ০৭-সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। কোইকার প্রতিনিধি প্রফেসর থেহুয়াহ লি দেশের নার্সিং শিক্ষা ও গবেষণার ওপর একটি সার্ভে রিপোর্ট তুলে ধরেন এবং জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান (নিয়ানার)- এর মাধ্যমে বাংলাদেশে নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রি চালুর দাবি জানান। তিনি বলেন, নার্সিংয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি প্রদান করা হলে এ খাতের শিক্ষা ও গবেষণা খাত বেগবান হবে। পিএইচডি ডিগ্রি চালুর বিষয়ে তিনি একটি নীতিমালা তৈরির ওপর গুরত্বারোপ করেন। উল্লেখ্য, দেশে বর্তমানে নার্সিং বিষয়ে ডিপ্লোমা, বিএসসি ও এমএসসি ডিগ্রি চালু রয়েছে। |