শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
জলঢাকায় জাতীয় যুব দিবস পালিত
বিধান চন্দ্র রায়,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১০:৫৮ পিএম |

"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে যুব সমাবেশ, যুব, ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও আলোচনা সভা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। 

শুক্রবার ১লা নভেম্বর সকালে পথযাত্রা শেষে  উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,আর সারোয়ার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল গফুর তালুকদার, সহকারী শিক্ষা অফিসার এ,কে,এম আনোয়ারুল কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম ও সমবায় কর্মকর্তা লুবনা আক্তার ও অভিনন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাঞ্চন রায় প্রমূখ।

জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে বেকার যুবদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও প্রকল্প সাম্প্রসারনের লক্ষ্যে ঋণ বিতরনের উদ্যোগ গ্রহন করেছেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। এই যুব দিবসে উপাজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ৭ জন প্রকল্পধারীকে ৭ টি চেকের মাধ্যমে সর্বমোট ৪ লাখ ৭৫ হাজার টাকা ঋণ বিতরণ করেন। 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে যুবদের উদ্দেশ্যে বলেন, আপনাদের রক্ত এখন গরম, আপনাদের শরীরে এখনো তাজা রক্ত মাংস আছে। তাই যুব উন্নয়ন অধিদপ্তরে ট্রেনিং করে বসে না থেকে নিজেদের স্বল্প পুঁজি নিয়ে কাজ করেন, একদিন না একদিন আপনাদের বড় বড় স্বপ্নগুলো পূরণ হবে।

অনুষ্ঠানে মাধুর্যপূর্ণ সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মজিদ।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com