শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার - ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১০:৪৫ পিএম |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাত সমূহের মধ্যে ভয়াবহ হচ্ছে স্বাস্থ্য খাত। এ খাতে বাজেট বৃদ্ধি হওয়া দরকার ও বরাদ্দকৃত বাজেট যাতে কাজে লাগে এটা নিশ্চিত করা দরকার। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে এ খাতকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান।

আজ (২ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মিঝি।
প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক পিএইচডি গবেষক আবুল হাসনাত মো: মোরতাজা।
 
ডা. তাহের বলেন, মানুষকে চিকিৎসা করানোর সুযোগ আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত। হাসপাতালের ডাক্তারদের পার্সেন্টেজ না দেওয়া যাবেনা। টাকা দিয়ে ঔষধ লেখানো এটা শরীয়তে হারাম। সুতারাং 'নো পারসেন্টেজ'। এটা হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, বিজনেস ওরিয়েন্টেড হতে পারবে না। স্বাস্থ্য সেবায় অধিক মুনাফা করা যাবে না। 

সিরাত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের যে মানবিক সত্তা বা ইসলাম যে বিধান দিয়েছে তা যদি কেউ অনুসরণ করে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। মনকে আল্লাহ যেভাবে চায় সেভাবে যদি পরিচালিত করে তবে ব্যক্তির শারীরিক স্বাস্থ্যও ভালো থাকে। ইসলামের বিধি-বিধান যদি আমরা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মেনে চলতে পারি তবে অন্যান্য দিকের মতো স্বাস্থ্যগত দিক থেকেও আমরা সুস্থ থাকতে পারি। 


সমাজ বিনির্মানে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কোরআনে গাইডলাইন আছে। মানুষিক এবং শারিরীক সুস্থতার জন্য বড় গাইড লাইন হচ্ছে আল কোরআন। পুরো কোরআন আর রাসুল এর জীবনী মানলে তার অসুস্থতার সুযোগ নেয়। 
তিনি আরো বলেন, আমাদের দুর্ভাগ্য  ৯০ ভাগ মুসলমানের দেশে এই বিষয়টা পরিষ্কার নয়। তিনি চিকিৎসকদেরও সচেতন হতে বলেন। হালাল এবং হারাম মেনে সবাইকে জীবন যাপন করতে বলেন।  তিনি বলেন, একজন মানুষকে মানবিকতাবোধ সম্পন্ন হতে হবে। চিকিৎসা খাতকে দুর্নীতি থেকে বাঁচাতে সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আহবান জানান তিনি। 

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হাফেজ এ বি এম হিজবুল্লাহ, 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক শিশুরোগ বিভাগ ডা. মোঃ আতিয়ার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com