শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াইঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ৯:৫৩ এএম |

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোর ৪টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সেটা ৭টা ১৫ মিনিটে চলাচল আবার স্বাভাবিক করা হয়েছে।

রোববার সকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।

বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ থেকে জানা যায়, রোববার ভোর ৪টা ৪৫ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে পরে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে  গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফের আড়াই ঘণ্টা পর সকাল ৭টা ১৫ মিনিটের দিকে কুয়াশার পরিমাণ কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকার এই সময়ের মধ্যে পাটুরিয়ার যমুনা নদীতে ফেরি বরকত আটকে থাকে।

দৌলতদিয়া ৪ নম্বর ফেরি ঘাটের দায়িত্বরত কর্মকর্তা টার্মিনাল সুপাররিন্টটেন্ড মো. ইমদাদুল হক বলেন, দৌলতদিয়া পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফুললোড করে ফেরি বাইগার ছেড়ে দেই।


এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘনকুয়াশায় রোববার ভোর সাড়ে ৪টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ১৫ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পূনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com