বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
খাইনে বোমা বিস্ফোরণ ফের কেঁপে উঠল টেকনাফ
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ২:৪২ পিএম |

মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কক্সবাজারের টেকনাফ। গতকাল শনিবার রাত ১০টা থেকে টেকনাফ সীমান্তের ওপারে বিমান হামলা ও বোমা বিস্ফোরণের শব্দে এপারের মানুষের ঘরবাড়িও কেঁপে ওঠে।

এর আগে গত শুক্রবার সকালেও এ ধরনের বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টেকনাফের বাড়িঘর। রাখাইন রাজ্যের মংডু শহর ও দক্ষিণের এলাকাগুলোতে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সম্ভাব্য লক্ষ্যবস্তুতে এসব হামলা পরিচালনা করছেন জান্তা সমর্থিত বাহিনী।

সাবরাং নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, রাতে রাখাইনে ভয়ংকর বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি। এ সময় রাখাইনের আকাশে বিমানের শব্দও শোনা যায়। ভোররাত পর্যন্ত এ ধরনের শব্দে আমাদের ঘরবাড়ি কেঁপেছে। এ ছাড়া দিনের বিভিন্ন সময়ে ৩০ থেকে ৪০টির মতো এ ধরনের বিকট শব্দ শোনা গেছে।


শাহ পরীর দ্বীপে বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, আমার বাড়ি নাফ নদের তীরে। রাখাইনে বিমান হামলায় আমাদের বাড়িঘর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এ সময় বাচ্চারা ভয়ে কেঁদে ওঠে। গেল কয়েক মাস ধরে থেমে থেমে এ ধরনের পরিস্থিতিতে দিন কাটছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সালাম বলেন, শনিবার সীমান্তের লোকজন মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনেছেন। নাফ নদের সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে দেখা গেছে । 

রাখাইনের মংডু শহরে খোঁজ নিয়ে জানা গেছে, মংডু শহরের দক্ষিণের এলাকাগুলো দখল নিতে চেষ্টা চালাচ্ছে আরাকান আর্মি। বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণও নিয়েছে তারা। নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা, মর্টার শেল হামলাসহ সব ধরনের আক্রমণ করে যাচ্ছে জান্তা সমর্থিত বাহিনী






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com