শিরোনাম: |
আজকের শেয়ার বাজার
|
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮ টি কো¤পানির ১৮ কোটি ৮৫ লক্ষ ১১ হাজার ৪০৫ পরিমাণ ৪৩১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ৪২৬ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.৫৪ পয়েন্ট কমে ৫১৯০.৮৫ ডিএস-৩০ মূল্য সূচক ১০.৬২ পয়েন্ট কমে ১৯১৫.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.২৪ পয়েন্ট বেড়ে ১১৪৭.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ওরিয়ন ফার্মা, তৌফিকা ফুড, বিএসসি, সোনালি আঁশ, অগ্নি সিস্টেম, ফারইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাবঃ, ইসলামি ব্যাংক, টেকনো ড্রাগ ও ইউনিক হোটেল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- আফতাব অটোস, ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালান্সড ফান্ড, গেøাবাল হেভী কেমিক্যাল, বিপিএমএল, এমারেল্ড অয়েল, সন্ধানী লাইফ ইন্সুঃ, ওয়াই ম্যাক্স ইলেকট্রোড, সোনারবাংলা ইন্সুঃ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ও এসআইসিএল। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- রেনউইক যজ্ঞেশ^র, ইন্টারন্যাশনাল লিজিং, ব্যাংক এশিয়া, ফনিক্স ফাইন্যান্স, ইউনাইটেড ইন্সুঃ, নরদার্ন জুট, নিটোল ইন্সুঃ, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, কুইন সাউথ টেক্সটাইল মিলস ও এনসিসি ব্যাংক।
|