শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
আমদানি অব্যাহত তবুও বাড়ছে আলুর দাম
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১০:৩২ এএম |

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে, তবুও বৃদ্ধি পেয়েছে দাম। তিনদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে ভারতীয় আলু কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন আলু কিনতে আসা পাইকাররা। দেশি আলুর থেকে ভারতীয় আলুর দাম বেশি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে হিলির মোকামে ও খুচরা বাজারে গিয়ে জানা যায়, ভারতীয় আলু ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে বন্দরের পাইকারী মোকামে বিক্রি হচ্ছে এবং হিলির খুচরা বাজারে দেশি বড় জাতের আলু ৫৪ টাকায় এবং ছোট জাতের আলু ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। 

হিলি বাজারে আলু কিনতে আসা আতিকুর রহমান বলেন, দেশের বাজারে তো সব নিত্যপণ্যের দামেই আগুন। আমরা কোন জিনিসপত্র কিনে শান্তি পাচ্ছি না। আজ একটু কম দামে কিনলেও দুই দিন পর তা আবার বেশি দামে কিনতে হচ্ছে। অন্যদিকে বাজার নিয়মিত মনিটরিং এর কোন ব্যবস্থা নেই। যে যার মত পারছেন নিত্যপণ্য বিক্রি করছেন। আর আমরা সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছি। আগে আমরা দেখেছি দেশি পণ্য আ আলুর দাম বেশি হতো আর আজ দেখতেছি ভারতীয় আলুর দাম বেশি। তাহলে অবশ্যই আলু আমদানিকারকরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছে। এই জন্য প্রশাসনকে সচেতন হতে হবে। 

হিলি বাজারের আলু বিক্রেতা রায়হান হোসেন বলেন, বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে আলুর দাম বেশি। সেখানে কেজি প্রতি ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। যার কারণে দেশি কৃষকরা দেশি আলুর দাম বৃদ্ধি করেছেন। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম। 
হিলি কাস্টমস এর তথ্য মতে গত তিন দিনে ভারতীয় ৫২ ট্রাকে ১ হাজার ৩৭৫ মেট্রিকটন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com