বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
শিল্পকলায় নৃত্যপট ও রঙ্গপিঠ এর শাদী পায়গাম দিয়ে অনুষ্ঠিত হলো তারুন্যের
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১২:১৯ পিএম |

গত ৩  নভেম্বর রবিবার সন্ধ্যা সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল রঙ্গপীঠ নাট্য দলের আয়োজনে নৃত্যপট এর শুভারম্ভ অনুষ্ঠান ।   নৃত্যপট এর শুভারম্ভ  র পাশাপাশি রঙ্গপীঠ শিশু দলের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। শুরুতে রঙ্গ পীঠ নাট্য দল, রঙ্গপীঠ শিশু দল এবং নৃত্যপট এর  প্রতিষ্ঠাতা জনাব গোলাম জিলানী নৃত্যপট এর সভাপতি রনজু আহমেদ , সাধারণ সম্পাদক আইরিন পারভীন সিনিয়র সদস্যদের নিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের  মাধ্যমে  নৃত্যপট এর কার্যক্রমের শুভ সূচনা করেন।  এর পরপরই পরিবেশিত হয় নৃত্যপট এর উদ্বোধনী নৃত্য ।  বক্তব্য রাখেন  নৃত্যপট এর সভাপতি জনাব রনজু আহমেদ ।  তিনি বলেন বিদেশি অপসংস্কৃতি এবং মোবাইলের কুপ্রভাব থেকে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতিমুখী করাই নৃত্যপটএর লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশ কে চেনা বাংলার ভাটিয়াল ভাওয়াইয়া  তথা বাংলার হাজার বছরের লালিত ঐতিহ্য ও সংস্কৃতির বীজ আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে রোপন করার প্রতি গুরুত্বারোপ করেন।  শুভেচ্ছা বক্তব্য রাখেন নৃত্যপট এর সাধারণ সম্পাদক আইরিন পারভীন ।  এরপর পরিবেশন করা হয় রঙ্গপীঠ শিশু দলের দলীয় আবৃত্তি।মৃত্যুপথ ও রঙ্গপীঠ শিশু দলের  নিবাহী কমিটির সদস্যদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব গোলাম জিলানী।  একক নৃত্য পরিবেশন করেন নাজমা লাকি। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব গোলাম জিলানী।   রঙ্গপীঠ নাট্য দলের ১১তম প্রযোজনা দর্শক নন্দিত নাটক শাদী পায়গম  এর ২০ তম মঞ্চায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com