শিরোনাম: |
অবকাঠামো উন্নয়নে বৃহত্তর পরিকল্পনা গ্রহণের উদ্যোগ ইউজিসি’র
|
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ভবন, চেয়ারম্যানের বাসভবন এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সুবিধা সম্প্রসারণে বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ। গতকাল (০৪ নভেম্বর ২০২৪) ঢাকাস্থ ধানমন্ডি ৩/এ ইউজিসি চেয়ারম্যানের অফিস কাম বাসভবন এবং মিরপুর ১৪ নম্বরে অবস্থিত ইউজিসি আবাসিক এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, ইউজিসি’র অতিরিক্ত পরিচালক ও আবাসিক এলাকা কল্যাণ কমিটির সভাপতি মো. শাহীন সিরাজ, সিনিয়র সহকারী পরিচালক ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেনসহ কল্যাণ কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় কল্যাণ কমিটির সভাপতি শাহীন সিরাজ ইউজিসি’র কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সংকট সমাধানে নতুন বহুতল ভবন নির্মাণ, একটি স্থায়ী জামে মসজিদ ও কমিউনিটি সেন্টার নির্মাণ, সীমানা প্রাচীর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার, নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয় ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন। এছাড়া জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদেরকে আবাসিক এলাকার নকশা তুলে ধরে। প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ কল্যাণ কমিটির প্রস্তাব পর্যালোচনা সাপেক্ষ দ্রুততম সময়ের মধ্যে বৃহত্তর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, ইউজিসি’র দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন অবকাঠামো নির্মাণে উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া ধানমন্ডি ৩/এ ইউজিসি চেয়ারম্যানের পুরাতন অফিস কাম বাসভবন ভেঙে আধুনিক ভবন নির্মাণ করা হবে। এছাড়া আবসিক এলাকার পরিবেশ অক্ষুণ্ন রেখে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। পরিদর্শনকালে ইউজিসি চেয়ারম্যান আবাসিক এলাকায় একটি ফলজ গাছের চারা রোপন করেন। |