শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
মধ্যরাতে রাজধানীতে বজ্রবৃষ্টি বইছে হিমেল হাওয়া
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৯:২৩ এএম |

মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে রাজধানীতে। রাত ২টা থেকে বৃষ্টি শুরু হয়। চলে রাত ৩টা পর্যন্ত। ঝুম বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এর সঙ্গে ছিল শিলা। বৃষ্টির কারণে অনেক রাস্তায় পানি জমে যায়। এতেই শীতের বার্তা দিয়ে ছুঁয়ে গেছে হিমেল হাওয়া। 

খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, পল্টন, বনশ্রী, মতিঝিল, গুলিস্তানসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। বজ্রপাতের বিকট শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। রাতের অনেককে ফেসবুকে পোস্ট দিয়ে বৃষ্টির ভিডিও ও ছবি শেয়ার করতে দেখা গেছে।

হালকা শীতল আবহাওয়াতে গণপরিবহণগুলো অনেকটাই ফাঁকা। সেসব পরিবহণের দু-চারটা সিটে যাত্রী বাকিগুলো ছিল ফাঁকা। কিছু কিছু সিএনজি, রিকশা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকলেও যাত্রীর দেখা মেলেনি।

ন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গরম আবহাওয়া অনুভব হচ্ছিল ঢাকায়। কিন্তু সন্ধ্যার শীতল দমকা হাওয়া নগরের আবহাওয়া পরিবর্তনের জানান দেয়। পরে রাত সাড়ে ১০টার পর এক দফা হালকা বৃষ্টি হয়।


রাত ২টার পর থেকে ঝুম বৃষ্টি নামে রাজধানীতে। সঙ্গে আকাশের গর্জন। এক ঘণ্টার ভারি বৃষ্টির অনেক সড়কে পানি জমে যায়। সকাল হওয়ার আগেই অধিকাংশ সড়ক থেকে পানি নেমে যায়। এখনো ঢাকার আকাশ মেঘলা আছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১২ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com