শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
কানাডায় যাবার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ১:১৬ পিএম |

 ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পু্ননির্বাচিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অনেক অবৈধ অভিবাসী। কানাডায় যাবার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের অবৈধ তারা। হাজার হাজার অবৈধ অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম অভিবাসী প্রত্যাবাসন নিশ্চিত করবেন তিনি। এভাবেই অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
অভিবাসীরা আশঙ্কা করছেন, যেকোনো সময় তাদের বের করে দিতে পারে ট্রাম্প প্রশাসন। এমন ভয় থেকেই যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এমন ধারণা থেকে কানাডার পুলিশও ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প জিতলে কানাডায় অভিবাসীদের ঢল নামতে পারে এমন আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। এ কারণে কয়েক মাস আগে থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করেন।
পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী কয়েক মাসের মধ্যে অভিবাসীপ্রত্যাশী এবং অবৈধ অভিবাসীরা কিউবেক ও কানাডার দিকে রওনা হতে পারে। এর আগে ২০১৭ সালে ট্রাম্প প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব নিলে কয়েক দিনের ব্যবধানে কানাডায় ঢোকে বিপুল সংখ্যক অভিবাসী।
উল্লেখ্য, ব্যাপক গণপ্রত্যাবাসন, বিশাল ডিটেনশন ক্যাম্প নির্মাণ, সীমান্তরক্ষীর সংখ্যা বৃদ্ধি, সামরিক ব্যয়ের বড় অংশ সীমান্ত নিরাপত্তায় বরাদ্দ রাখা এবং সন্দেহভাজন মাদক ও অপরাধ চক্রের সদস্যদের আদালতের নির্দেশনা ছাড়াই বের করে দিতে ১৭৯৮ সালের ‘এলিয়েন এনিমিজ’ আইন প্রয়োগেরও ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com