শিরোনাম: |
গাজীপুরে চলছে শ্রমিক অবরোধ, ৪৯ ঘণ্টা ধরে বন্ধ মহাসড়ক
|
বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি (মোগরখাল) এলাকায় তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা। গত শনিবার সকাল থেকে টানা তিনদিন ধরে ব্যস্ততম এ সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। এতে গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। টঙ্গী থেকে সালনা পর্যন্ত ২০ কিলোমিটার মহাজট লেগে গেছে। অবরোধ নিরসনে পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থা বারবার চেষ্টা করেও এর সমাধান করতে পারছে না। শ্রমিকরা বলছে বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। এদিকে, শ্রমিকরা দ্বিতীয় রাতও মহাসড়কে কাটিয়েছেন। তারা পালাক্রমে মহাসড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ের পক্ষে-বিক্ষোভ করছেন। তিনদিন ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও কোনো শ্রমিক যানবাহন ভাঙচুর বা ক্ষতিসাধন করেননি। তাদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে ঘরে ফিরবেন তারা। সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহনগরের টঙ্গী স্টেশন রোড, বোর্ড বাজার থেকে চান্দনা চৌরাস্তাসহ রাজেন্দ্রপুর পর্যন্ত অন্তত বিশ কিলোমিটার সড়কে থেমে চলছে যানবাহন। ঢাকামুখী ঢাকা-কিশোরগঞ্জ রুটের অনন্য পরিবহন, জলসিড়ি পরিবহন যাত্রী নিয়ে দীর্ঘ লাইনে রাজেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে দাঁড় করানো হয়েছে। এতে গাজীপুর নগরের সালনা থেকে চান্দনা চৌরাস্তা ও ভোগরা বাইপাস হয়ে টঙ্গী পর্যন্ত দীর্ঘ যানজট লেগেছে। বিভিন্ন যানবাহনের যাত্রীরা হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন। বয়স্ক, শিশু এবং নারীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। যাদের সঙ্গে রয়েছেন বড় ব্যাগ-পোটলা-বস্তা তাদেরকেও বেশ কষ্ট পোহাতে হচ্ছে। ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, রিক্সা, ইজিবাইক যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকেরা লাঠিসোটা নিয়ে তেড়ে আসছেন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়টি বিজিএমইএসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে আলোচনা করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হবে।
|