শিরোনাম: |
দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় অফারের ঘোষণা দিল রিয়েলমি
|
ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে নির্দিষ্ট ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় ছাড়, ইএমআই সুবিধা এবং দারুণ দারুণ সব অফার নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ১১ নভেম্বর থেকে শুরু করে আগামী ২১ নভেম্বর পর্যন্ত দারাজে কেনাকাটা করে রিয়েলমি গ্রাহকরা এই বিশেষ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। এই ক্যাম্পেইনে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১,২০০ টাকা পর্যন্ত ছাড়, ০% ইএমআই সুবিধা এবং সব অর্ডারের উপর ফ্রি ডেলিভারি। এছাড়াও, নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা ১৫% ছাড়সহ সর্বোচ্চ ১,৪০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং পেমেন্টের ক্ষেত্রে থাকবে ১৫% ছাড়সহ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ। এই অফারের আওতায় রিয়েলমি’র নিম্নে উল্লেখিত ডিভাইসগুলোর উপর মূল্য সমন্বয় এবং ছাড় পাওয়া যাচ্ছে: নোট ৬০ (৪ জিবি/৬৪ জিবি), নোট ৬০ (৪ জিবি/১২৮ জিবি), নোট ৫০ (৪ জিবি/৬৪ জিবি), নোট ৫০ (৪ জিবি/১২৮ জিবি), সি৬১ (৬ জিবি/১২৮ জিবি), সি৬৩ (৬ জিবি/১২৮ জিবি), সি৬৩ (৮ জিবি/১২৮ জিবি), সি৬৫ (৮ জিবি/১২৮ জিবি), সি৬৫ (৮ জিবি/২৫৬ জিবি)। আকর্ষণীয় এই ক্যাম্পেইন সম্পর্কে আরও তথ্যের জন্য, ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/realmeBD/ এ ভিজিট করতে পারেন। |