শিরোনাম: |
আজকের শেয়ার বাজার
|
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোপানির ১৮ কোটি ১৩ লক্ষ ২৪ হাজার ২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৭৬ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৮০২ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৭.৫৮ পয়েন্ট বেড়ে ৫৩৩৩.৪২ ডিএস-৩০ মূল্য সূচক ২৩.৭৭ পয়েন্ট বেড়ে ১৯৭৭.৪৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৯.৭৮ পয়েন্ট বেড়ে ১১৯৫.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোপানি হলো:- বিএসসি, ইসলামি ব্যাংক, ওরিয়ন ফার্মা, ইউনিক হোটেল, তৌফিকা ফুড, ফারইস্ট নিটিং, জিপি, বেক্সিমকো ফার্মা, ওয়াই ম্যাক্স ইলেকট্রোড ও অগ্নি সিস্টেম। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- সোনারবাংলা ইন্সুঃ, রানার অটো, শেফার্ড ইন্ডাঃ, শিকদার ইন্সুঃ, প্রগতি লাইফ ইন্সুঃ, তৌফিকা ফুড, ক্রিস্টাল ইন্সুঃ, মেঘনা ইন্সুঃ, প্যারামাউন্ট ইন্সুঃ ও ইসলামি ব্যাংক।
|