শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ডিজিটাল বুথ উদ্বোধন
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:০৪ পিএম |

সিলেটের চৌহাট্টাস্থ আর. এন. টাওয়ারে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন ‘ডিজিটাল বুথ’ উদ্বোধন হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালক ও শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক নাদির আহমদ ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্যা।

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন ‘ডিজিটাল বুথ’ উদ্বোধনকালে পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালক মনির উদ্দিন আহমদ বলেন, ব্যাংক ও আর্থিক খাতে বর্তমান অস্থিতিশীলতা সত্তে¡ও পূবালী ব্যাংক তার গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। ব্যাংকিং খাতে আমাদের অর্জিত সাফল্য ধরে রেখে, আমরা ক্যাপিটাল মার্কেটেও পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে একইরকম অগ্রগতি আনতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, পূবালী ব্যাংক সিকিউরিটিজ সারা দেশজুড়ে উন্নতমানের সেবা প্রদান করছে এবং সেই সেবার ধারাবাহিকতা বজায় রাখবে।

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক নাদির আহমদ সিলেটের গ্রাহকদের এই ডিজিটাল বুথ থেকে সর্বোত্তম সেবা গ্রহণের আহ্বান জানান এবং দেশব্যাপী অন্যান্য বুথের মতো সিলেটের এই বুথেও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার আশ্বাস দেন।

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্যা জানান, এই বুথের মাধ্যমে গ্রাহকরা সহজেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসেই শেয়ার কেনা-বেচা, মার্জিন লোন সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগ, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শসহ আরও নানাবিধ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো. হায়াতুল ইসলাম আকঞ্জি, পূবালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুশাহিদ উল্লাহ এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com