বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
আকুর দায় পরিশোধের পর রিজার্ভ নামল ১৮ বিলিয়ন ডলারের ঘরে
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৯:২৯ এএম |

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) মাধ্যমে আমদানির দায় বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের দায় পরিশোধ করার পর গত সোমবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমন্বয় করা হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ কমে ১ হাজার ৮৪৫ কোটি ডলারে নেমে এসেছে। একই সঙ্গে কমেছে গ্রস রিজার্ভও। ২ হাজার ৬০০ কোটি ডলারের কাছাকাছি থেকে ২ হাজার ৪২০ কোটি ডলারে নেমে এসেছে।  কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার কোটি ৮০ লাখ ডলার।  আকুর দায় বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধের পর গত সোমবার তা ১ হাজার ৮৪৫ কোটি ডলারে নেমে এসেছে। 

একই সঙ্গে বৃহস্পতিবার গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৫৭৩ কোটি ডলার। সোমবার তা ২ হাজার ৪২০ কোটি ডলারে নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক আমানত করছে, দেশে প্রবাসীদেও পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ছে। একই সঙ্গে রপ্তানি আয়, বৈদেশিক অনুদান ঋণ প্রবাহও বাড়তে শুরু করেছে। এতে করে বৈদেশিক মুদ্রার প্রবাহও বাড়ছে। ফলে রিজার্ভ চলতি মাসের মধ্যেই রিজার্ভ আবার ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। 


আগামী জানুয়ারির আগে আর এক সঙ্গে এতো বড় দেনা শোধ করতে হবে না। ফলে রিজার্ভ বাড়তে থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহে গিয়ে আবার নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর দায় শোধ করতে হবে। এর আগে নিয়মিত আমদানি দায়ের পাশাপাশি স্বল্প ও মেয়াদী ঋণের কিস্তি নিয়মিত শোধ করা হবে।  

আকুর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই মাসের বাকিতে পণ্য আমদানি রপ্তানি করে। প্রতি দুই মাস পর পর দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক হিসাব নিকাশ করে দায় দেনা সমন্বয় করে। আকুর দেশগুলো থেকে বাংলাদেশ আমদানি করে বেশি, রপ্তানি করে কম। যে কারণে প্রতি কিস্তিতেই বাংলাদেশকে দেনা শোধ করতে হয়।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com