বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান       হাইকমিশনে হামলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার গভীর ষড়যন্ত্র : গোলাম পরওয়ার       আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর       আজকের শেয়ারবাজার        এশিয়ার তিন দেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী       ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়       আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ      
৬২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি সার্ভিস চালু
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৯:৪৬ এএম |

টানা ৬২ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি সার্ভিস চালু হয়েছে। নাব্য সংকটের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে গত ৮ নভেম্বর শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দিলে দুপুর সাড়ে ১২টার দিকে আরিচা থেকে ফেরি ধানসিঁড়ি, চিত্রা, শাহ আলী ও ফেরি খানজাহান আলী পৃথকভাবে ১৩টি যানবাহন বোঝাই করে কাজিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ পুনরায় ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।  
শুক্রবার রাত ১১টার দিকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। 


সূত্রমতে, নৌপথের আরিচা ঘাটের কাছে যমুনায় প্রায় আড়াই কিলোমিটার নৌপথে সৃষ্ট ডুবোচরের কারণে উভয়প্রান্তে আটকা পড়ে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক। ঘাট এলাকায় দীর্ঘসময় অপেক্ষা থাকায় বিপাকে পড়তে হয় যানবাহন শ্রমিকদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে আরিচা চ্যানেলে ডুবোচরের কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। তারপর থেকে সেখানে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 

ফেরি চলাচল চ্যানেলে নাব্য নিশ্চিত হওয়ায় তারা ফেরি চলাচলের অনুমতি দেওয়ার পর কাজীরহাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি ধানসিঁড়ি।  

ঘাট কর্তৃপক্ষ জানায়, ২০০১ সালে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করা হলে স্থবির হয়ে পড়ে আরিচা ফেরি ঘাট। দীর্ঘ দুই দশক পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পুনরায় চালু হয় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com