শিরোনাম: |
আজকের শেয়ার বাজার
|
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০০টি কোপানির ১৭ কোটি ১৯ লক্ষ ৮২ হাজার ৮৮৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৭৭ কোটি ৬৬ লক্ষ ৬ হাজার ৭৫৭ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৫.০৬ পয়েন্ট কমে ৫২৯৮.৩৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৩৫ পয়েন্ট কমে ১৯৭০.১০ পয়েন্ট এবং এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১২.১৯ পয়েন্ট কমে ১১৮৩.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোপানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোপানি হলো:- মেঘনা পেট্রোলিয়াম, বিএসসি, স্কয়ার ফার্মা, ইসলামি ব্যাংক বাংলাদেশ, এমজেএল বিডি, ফারইস্ট নিটিং, জিপি, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স ও অরিয়ন ফার্মা। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোপানি হলো:- বিজিআইসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, গেবাল হেভী কেমিক্যালস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, নর্দার্ন ইন্স্যুরেন্স ও সী পার্ল বীচ। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোপানি হলো:- অরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং ফুড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ওআইমেক্স ইলেক্ট্রোড, বিএসসি, সোনারগাঁ টেক্সটাইল, ইভেন্স টেক্সটাইল, মনোস্পুল পেপার, ফারইস্ট ফাইন্যান্স ও ন্যাশনাল টিউবস। |