শিরোনাম: |
কনোর অবিশ্বাস্য সব অফার দারাজ ১১.১১ ক্যাম্পেইনে
|
উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বছরের সবচেয়ে বড় সেল দারাজ ১১.১১ ক্যাম্পেইনে অবিশ্বাস্য সব অফার নিয়ে এসেছে। এই ক্যাম্পেইন চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত । দারাজ ১১.১১ ক্যাম্পেইনে অন্যতম ব্র্যান্ড পার্টনার হিসেবে অংশ নিচ্ছে টেকনো এবং পছন্দের ডিভাইসগুলোতে থাকছে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত ছাড়। ফলে প্রযুক্তিপ্রেমীদের জন্য এসেছে সাশ্রয়ী মূল্যে টেকনো ডিভাইস কেনার দুর্দান্ত সব সুযোগ। এবার লাইনআপে রয়েছে টেকনোর নতুন ফ্ল্যাগশিপ ক্যামন ৩০এস। এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা, সাথে সনি আইএমএক্স৮৯৬ আল্ট্রা সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। এছাড়া ১২০ হার্জ অ্যামোলেড কার্ভড ডিসপ্লে নিশ্চিত করবে স্মুথ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স ও মোবাইল ফটোগ্রাফি। পাশাপাশি এটি কর্মক্ষমতা বাড়িয়ে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। ক্যাম্পেইন চলাকালীন এই ডিভাইসটি পাওয়া যাবে বিশেষ দামে যা মাত্র ২৬,৯৬৯ টাকা (বাজারমূল্য ২৯,৯৯৯ টাকা)। অন্যদিকে জনপ্রিয় স্পার্ক ৩০ সিরিজ কেনা যাবে আরও আকষর্ণীয় মূল্যে। ক্যাম্পেইনে স্পার্ক ৩০ প্রো থাকছে ১৮,৭৮৫ টাকায় (বাজারমূল্য ২০,৯৯৯) এবং স্পার্ক ৩০ কেনা যাবে ১৬,০৮৮ টাকায় (বাজারমূল্য ১৭,৯৯৯)। ধামাকা অফার রয়েছে ফ্যান-ফেভারিট ডিভাইসগুলোতেও। এর মাঝে আছে স্পার্ক ৩০সি, স্পার্ক গো ২০২৪ এবং স্পার্ক গো ওয়ান। এছাড়া টেকনোর অন্যান্য এক্সেসরিজগুলো-ও পাওয়া যাবে এই ক্যাম্পেইনে। ফলে সহজেই মিলবে টেকনো বাডস ৩, টেকনো ওয়াচ ৩, এবং টেকনো ওয়াচ প্রো ২- এর মতো আইটেমগুলো যার দাম ১,৫৮০ টাকা থেকে শুরু। এক্সক্লুসিভ ডিসকাউন্ট ছাড়াও এই ক্যাম্পেইনে টেকনোর যেকোনো ডিভাইস কিনলেই গ্রাহকরা পাবেন ফ্রি ডেলিভারি। এছাড়া কেনাকাটায় থাকছে বিকাশ ক্যাশব্যাক অফার, ব্যাংক ডিসকাউন্টসহ ০% ইএমআই সুবিধা। সবসময়ের মতো টেকনো দুর্দান্ত কোয়ালিটি এবং ব্র্যান্ড ওয়ারেন্টি নিশ্চিত করছে এই ক্যাম্পেইনেও। তাহলে আর দেরি কিসের? এখনই বেছে নিন আপনার পছন্দের টেকনো ডিভাইস এবং দারাজ ১১.১১ ক্যাম্পেইনে উপভোগ করুন অবিশ্বাস্য সব অফার। |