শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
আবারও খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৯:৩৭ পিএম |

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা জেলা কার্যালয় কতৃক ১২ নভেম্বর ২০২৪ তারিখ খুলনা জেলার খালিশপুর ও বটিয়াঘাটা   থানায় ভোক্তা অধিকারের  ২টি  টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয়  দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। 


তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। অভিযানকালে খুলানার খালিশপুর  থানার হাউজিং  বাজার এলাকায় ঔষধ, মুরগি, ডিমের ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার দর যাচাই করা হয়। এসময় জাহিদ মেডিসিন কর্নার - মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে  ৪,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়, লাবীবা ফার্মেসী -কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে  ২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়,  মেসার্স  কল্লোল ফার্মেসী-কে  পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৬,০০০/-  এবং একই অপরাধে  মিজান বেকারি-কে ৪০০০/- ও তুষার হার্ডওয়্যার -কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে  ২,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 


বটিয়াঘাটা থানায় অভিযান চালিয়ে সম্রাট ফুড প্রোডাক্টস-কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ২০,০০০/-,  সাতক্ষীরা ঘোষ ডেয়ারি-কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ৫০০০/- এবং মেসার্স অব্যয় ফার্মেসী-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় 



অভিযানে ৮ টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।  খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে  আজকের খালিশপুর থানার  অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগী  কার্যালয়ের সহকারী পরিচালক(মেট্রো) জনাব শরীফা সুলতানা,  বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ।  


খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে বৈটিয়াঘাটা থানার অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব সদস্য জনাব জেড এন সুমন ও আনসার সদস্যবৃন্দ।



অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। 



 জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com