শিরোনাম: |
নতুন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনকে নিয়ে রনির মূল্যায়ন
|
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে অনেকেরই ব্যাপারে অল্প-বিস্তর আলোচনা-সমালোচনা রয়েছে। তবে সবশেষ নিয়োগ পাওয়া তিন উপদেষ্টার মধ্যে দুই জনের ব্যাপারে ব্যাপক সমালোচনা, এমনকি তাদের পদত্যাগও দাবি করা হচ্ছে। তারা হলেন- সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। তবে নয়া বাণিজ্য উপদেষ্টা নিয়ে নিজের একটি মূল্যায়ন শেয়ার করেছেন রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, এ যাবৎকালে যত উপদেষ্টা নিয়োগ পেয়েছেন সবার মধ্যে যদি যোগ্যতা, অভিজ্ঞতা এবং সফলতার বিচার করা হয়, তবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে সেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ। এ নিয়ে বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকের নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বসিরকে নিয়ে সমালোচনা হচ্ছে । কেন হচ্ছে - কারা করছেন এসব নিয়ে আমি কিছু বলবো না। তবে বসির সম্পর্কে যা জানি তা যদি না বলি তবে নিজের প্রতি জুলুম করা হবে । তার ভাইদের সবাই দেশের শীর্ষ ব্যবসায়ী এবং তাদের নিজেদের মধ্যে চমৎকার একটি পারিবারিক সমঝোতা এবং মিল মহব্বত রয়েছে যা বাংলাদেশে বিরল।
|