শিরোনাম: |
আজকের শেয়ার বাজার
|
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোপানির ১৩ কোটি ৯৭ লক্ষ ১৮ হাজার ৯৪৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭৯ কোটি ৮৭ লক্ষ ৩৮ হাজার ৩৪৮ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৭.৬৫ পয়েন্ট বেড়ে ৫৩১৬.০২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.১০ পয়েন্ট বেড়ে ১৯৭২.২০ পয়েন্ট এবং এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৯৫ পয়েন্ট বেড়ে ১১৮৪.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোপানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোপানি হলো:- স্কয়ার ফার্মা, বিএসসি, ফারইস্ট নিটিং, এমজেএল বিডি, ইসলামি ব্যাংক বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, খান ব্রাদার্স পিপি, অগ্নী সিস্টেস, ইবনেসিনা ফার্মা ও বেক্সিমকো ফার্মা। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোপানি হলো:- বিজিআইসি, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, কনফিডেন্স সিমেন্ট, মেঘনা ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, কেডিএস এক্সেসোরিজ, গেøাবাল ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- আনোয়ার গ্যালভানাইজিং, ইস্কয়ার নিট, উসমানিয়া গস, গেবাল হেভী কেমিক্যালস, এনসিসিবিএল মি. ফা.-১, শাহাজিবাজার পাওয়ার, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লথিং, আরামিট সিমেন্ট ও সমতা লেদার। |