শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
জলঢাকায় মাল্টা বাগান পরিদর্শনে জেলা প্রশাসক
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৭:১১ পিএম |

নীলফামারীর জলঢাকায় মাল্টা বাগান পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।শনিবার (২৩ নভেম্বর) রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত খুটামারার হরিশ চন্দ্র পাঠের কৃষক আশরাফুল ইসলামের মুগ্ধ করা বারি মাল্টা-১ পরিদর্শন করেন। 


এসময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ফারুক আল মাসুদ, সিনিয়র মনিটরিং অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ,কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামানসহ উপজেলার উপ-সহকারীবৃন্দ।


জানা যায়,খুটামারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম।স্হানীয় মানুষের সেবা করেই যার অলস ভাবে দিন চলে যেতো।হরিশ্চন্দ্র পাঠ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে রাডারডিপি প্রকল্পের আওতায় বাড়ির পাশে ২০১৮ সালে ৪০ শতাংশ জমিতে বারি মাল্টা-১ জাতের ১০০ টি চারা রোপণ করেন।তিন বছরের মাথায় গাছে ফল আসায় উদ্বুদ্ধ হয়ে আরও ৭০ শতাংশে ১৭৭ টি গাছের চারা রোপণ করেন।বর্তমানে যার ফলনের বাজার মূল্য আনুমানিক ২৩ লক্ষ টাকা।খরচ বাদে লাভ প্রায় ১৫ লক্ষ টাকা।তার মালটার সুনাম ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার অনেক চাষীই নিজেদের আম,কাঁঠালের বাগান কেটে মাল্টায় দিন বদলের স্বপ্ন দেখছেন।


এসময় জেলা প্রশাসক মাল্টা বাগানটি ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।এ সাফল্য অন্যদের অনুপ্রানীত করবে বলে অভিমত ব্যক্ত করেন।







আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com