সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড আইভরি কোস্টের
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৭:৫০ পিএম |


আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে সর্বনিম্ন রানে অলআউটের বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট।
গতরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ের পঞ্চম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয় আইসিসির সর্বশেষ সদস্য হওয়া আইভরি কোস্ট।


এর আগে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ১০ রান। সেপ্টেম্বরে সিঙ্গারপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে গিয়েছিল মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়ে নিজেরাই সেখানে নাম লেখালো আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা আইভরি কোস্ট।

ঘরের মাঠ লাগোসে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রানের বড় সংগ্রহ পায় নাইজেরিয়া। দলের পক্ষে ১৩টি চার ও ২টি ছক্কায় ৫৩ বলে ১১২ রান করেন সেলিম সালাউ।
জবাবে ৭ দশমিক ৩ ওভারে মাত্র ৭ রানে অলআউট হয় আইভরি কোস্ট। দলের সাত ব্যাটার খালি হাতে সাজঘরে ফেরেন। সর্বোচ্চ ৪ রান করেন ওপেনার ওটাটারা মোহামেদ। নাইজেরিয়ার হয়ে বল হাতে ইসাক ড্যানলাডি ও প্রোসপার উসেনি ৩টি করে উইকেট নেন।দারুণ ব্যাটিং-বোলিংয়ে ২৬৪ রানের বিশাল জয় পায় নাইজেরিয়া।








সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com