সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
শ্রীমঙ্গলে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১:০৮ এএম |

দেশের অন্যতম শীত প্রধান অঞ্চল হিসেবে বিবেচিত শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজার জেলায় জেঁকে বসছে শীত। মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস।

শীতকে আলিঙ্গন করেই অগ্রহায়ণের ধান তোলা হচ্ছে গ্রাম বাংলার ঘরে ঘরে। হিমেল হাওয়া আর কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছে ক্ষেতের মাঠে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপ থাকলেও হিমেল বাতাসের কাছে হেরে যাচ্ছে সূর্যের তেজস্ক্রিয়তা। সন্ধ্যা নামার সাথে সাথে বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা। রাতে তাপমাত্রা কমে স্থিতি থাকে সকালের সূর্যোদয় পর্যন্ত।


শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান নয়া দিগন্তকে জানান, সকাল ৬টা এবং ৯টায় এখানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

এছাড়াও এর আগের দু’দিন রোববার ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠাণ্ডা বাড়ার সাথে সাথে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপও বেড়েছে।

অন্যদিকে তাপমাত্রা কমার সাথে সাথে জমে উঠেছে শীতের কাপড়ের ব্যবসা।

সরেজমিনে শহরের সাইফুর রহমান মার্কেটসহ পোষ্ট অফিস ও স্টেশন সড়কের পাশের প্রতিটি গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com