শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
শেরপুরে বালু মহলে ভ্রাম্যমান আদালত পরিচালনা
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৫:১৩ পিএম |

শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ভোরে সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়ার ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার কাজে জড়িত থাকার অপরাধে ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানে কর্ণঝোড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আকবর আলী (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৪০ দিনের কারাদন্ড এবং কর্ণঝোড়া গ্রামের মুন্না মিয়া’র ছেলে ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের আ: গনির ছেলে জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের আল আমিনের ছেলে রাজু মিয়া (২০) প্রত্যেককে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের বুধবার সকালে জামালপুর কারাগারে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন,  বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com