শিরোনাম: |
শেরপুরে বালু মহলে ভ্রাম্যমান আদালত পরিচালনা
|
শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ভোরে সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়ার ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার কাজে জড়িত থাকার অপরাধে ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানে কর্ণঝোড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আকবর আলী (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৪০ দিনের কারাদন্ড এবং কর্ণঝোড়া গ্রামের মুন্না মিয়া’র ছেলে ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের আ: গনির ছেলে জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের আল আমিনের ছেলে রাজু মিয়া (২০) প্রত্যেককে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের বুধবার সকালে জামালপুর কারাগারে পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
|