শিরোনাম: |
আজকের শেয়ারবাজার
|
মোট ৩৯৫টি কো¤পানির ১৬ কোটি ৬০ লক্ষ ৩০ হাজার ৮৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫৪.৮১ পয়েন্ট বেড়ে ৫১৯৭.৯৪ ডিএস-৩০ মূল্য সূচক ২৩.১৩ পয়েন্ট বেড়ে ১৯১৭.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৮.০৬ পয়েন্ট বেড়ে ১১৬৬.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩২৯টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- এনআরবি ব্যাংক, জিপি, অগ্নি সিস্টেম, বিএসসি, মিডল্যান্ড ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইসিবি, তৌফিকা ফুড, ফারইস্ট নিটিং ও ইসলামি ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- সোনারগাঁও টেক্সটাইল, এইচআর টেক্স, মুন্নু ফেব্রিকস, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, ডমিনেজ স্টিল, গোল্ডেন জুবলী মি. ফা., সাইফ পাওয়ার, এমারেল্ড অয়েল, ডরিন পাওয়ার ও কপারটেক ইন্ডাঃ। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- নিউ লাইন ক্লোথিং, মিথুন নিটিং, বেক্সিমকো লিঃ, পিপলস লিজিং, সোনালি আঁশ, জুট স্পিনার্স, এক্সিম ব্যাংক, জাহিন স্পিনিং, ফনিক্স ফাইন্যান্স ও বীচ হ্যাচারী। আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬৫০৫১৬১৯১৩৭২.০০ |