শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
আজকের শেয়ারবাজার
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৬:৩৭ পিএম আপডেট: ২৭.১১.২০২৪ ৬:৩৯ পিএম |

 মোট ৩৯৫টি কো¤পানির ১৬ কোটি ৬০ লক্ষ ৩০ হাজার ৮৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫৪.৮১ পয়েন্ট বেড়ে ৫১৯৭.৯৪ ডিএস-৩০ মূল্য সূচক ২৩.১৩ পয়েন্ট বেড়ে ১৯১৭.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৮.০৬ পয়েন্ট বেড়ে ১১৬৬.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩২৯টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানীর শেয়ার।            

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- এনআরবি ব্যাংক, জিপি, অগ্নি সিস্টেম, বিএসসি, মিডল্যান্ড ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইসিবি, তৌফিকা ফুড, ফারইস্ট নিটিং ও ইসলামি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- সোনারগাঁও টেক্সটাইল, এইচআর টেক্স, মুন্নু ফেব্রিকস, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, ডমিনেজ স্টিল, গোল্ডেন জুবলী মি. ফা., সাইফ পাওয়ার, এমারেল্ড অয়েল, ডরিন পাওয়ার ও কপারটেক ইন্ডাঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- নিউ লাইন ক্লোথিং, মিথুন নিটিং, বেক্সিমকো লিঃ, পিপলস লিজিং, সোনালি আঁশ, জুট স্পিনার্স, এক্সিম ব্যাংক, জাহিন স্পিনিং, ফনিক্স ফাইন্যান্স ও বীচ হ্যাচারী।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬৫০৫১৬১৯১৩৭২.০০






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com