শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
টেকনো ক্যামন ৩০এস এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম |

উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। সেগমেন্টে সেরা ক্যামেরা ফোন ক্যামন ৩০এস এখন ২ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে সকল টেকনো আউটলেটে।  

ফ্ল্যাগশিপ সনি ক্যামেরা সেন্সর, অ্যামোলেড কার্ভড ডিসপ্লে এবং আরও অনেক দুর্দান্ত ফিচার সহ ক্যামন ৩০এস ফোনটি ক্রেতারা এখন মাত্র ২৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন (আগের মূল্য ২৯,৯৯৯ টাকা)।  

এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, ফ্ল্যাগশিপ সনি আইএমএক্স৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড ফলে যেকোনো লাইটিং কন্ডিশনে ব্যবহারকারীরা তুলতে পারবেন ক্রিস্টাল-ক্লিয়ার ছবি। এছাড়া, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে তোলা যাবে নিখুঁত ও প্রাণবন্ত সেলফি। এছাড়া এই স্মার্টফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার এবং এআই-চালিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো বেশ কিছু এআই ফিচার রয়েছে। 

১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৩০০-নিট পিক ব্রাইটনেস (উজ্জ্বলতা) সহ ৬.৭৮” এফএইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নিশ্চিত করে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাশাপাশি ডেইলি ইউজে সুপার স্মুথ অভিজ্ঞতা প্রদান করবে। দীর্ঘ সময় স্থায়িত্ব নিশ্চিত করতে টেকনো ক্যামন ৩০এস ফোনের ডিসপ্লে ৫ম প্রজন্মের কর্নিং ® গরিলা ® গ্লাস দ্বারা সুরক্ষিত। সিকিউরিটি সেকশনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। চোখের সুরক্ষা নিশ্চিত করতে এই ফোনের ডিসপ্লেতে রয়েছে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন সহ ব্লু লাইট প্রোটেকশন ফিচার।চ এছাড়া প্রিমিয়াম সাউন্ড অভিজ্ঞতা দিতে এই ফোনে থাকছে ডলবি অ্যাটমস ডুয়াল স্টেরিও স্পিকার। 

শক্তিশালী পারফরম্যান্সের জন্য ক্যামন ৩০এস ফোনে আছে লেটেস্ট হেলিও জি১০০ প্রসেসর। আরও রয়েছে ২৫৬জিবি রম, ১৬জিবি র‍্যাম (৮জিবি জিবি + ৮জিবি এক্সটেন্ডেড)। এছাড়া আইপি৫৪ রেটিং যা পানির ছিটা ও ধুলো থেকে রক্ষা করবে ফোনকে । প্রিমিয়াম ডিজাইন, সেগমেন্টে সেরা ক্যামেরা, পারফরম্যান্সের এক চমৎকার কম্বিনেশন এই ডিভাইস। 

৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন ব্যাটারি লাইফ। 

দুর্দান্ত সকল ফিচারের কম্বিনেশনে আগের থেকে ২ হাজার টাকা কমে মাত্র ২৭,৯৯৯ টাকায় ক্যামন ৩০এস ফোনটি পাওয়া যাচ্ছে  আপনার নিকটস্থ সকল আউটলেটে ।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com