শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
দুবাই ইমিগ্রেশনের ডিরেক্টর জেনারেল-এর সাথে বাংলাদেশ কনসাল জেনারেল-এর সাক্ষাৎ
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১১:৫৪ পিএম |

দুবাই-এ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান দুবাই ইমিগ্রেশনের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি এন্ড ফরেনার্স এ্যাফেয়ারস-(জিডিআরএফএ)-এর ডিরেক্টর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আহমদ আল মারী-এর সাথে আজ ২৭ নভেম্বর ২০২৪ তারিখে সংস্থাটির সদর দপ্তরে সাক্ষাৎ করেন। ডিরেক্টর জেনারেল মারী নবনিযুক্ত কনসাল জেনারেলকে দুবাই-এ স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে দুবাই ইমিগ্রেশনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ডিরেক্টর জেনারেল আহমদ আল মারী এবং কনসাল জেনারেল রাশেদুজ্জামান দুবাইয়ে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণ এবং অধিক সংখ্যক বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজীকরণসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় দুবাই ও অন্যান্য আমিরাত সমূহের অবকাঠামোগত উন্নয়নে অবদানের বিষয়ে ডিরেক্টর জেনারেল আহমদ আল মারী বাংলাদেশীদের প্রশংসা করেন। 

বৈঠক শেষে ডিরেক্টর জেনারেল মারী কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশেনের সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর শ্রম কল্যাণ উইং এবং জিডিআরএফএ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com