শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৩:৪০ পিএম |

লেবাননে ইসরাইলের যুদ্ধবিরতি মেনে নেয়া ইহুদি রাষ্ট্রের জন্য একটি ‘কৌশলগত পরাজয়’ বলে উল্লেখ করেছেন ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

তিনি হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের কাছে এক বার্তায় এ কথা বলেছেন বলে বৃহস্পতিবার হিজবুল্লাহ-সংশ্লিষ্ট লেবানিজ গণমাধ্যম জানিয়েছে।

একইসাথে যুদ্ধবিরতি ইসরাইলের আড়ালে সরে যাওয়ার চিহ্ন বলেও দাবি করেন তিনি।

গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, সালামির বার্তায় বলা হয়েছে যে ইসরাইল লেবাননে তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

যুদ্ধের সময় হিজবুল্লাহ বারবার বলেছে, গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরাইলে আক্রমণ চালিয়ে যাবে।

এদিকে লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তিটি ইসরাইলি মন্ত্রিসভা মঙ্গলবার অনুমোদন করে। বুধবার সকাল ১০টা থেকে এটি কার্যকর হয়।


হামাসের এই কর্মকর্তা বলেন, ‘আমরা মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দী বিনিময়ের জন্য একটি গুরুতর চুক্তির জন্য প্রস্তুত। তবে তিনি চুক্তিতে বাধা দেয়ার অভিযোগ তুলেছে ইসরাইলের বিরুদ্ধে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com