শিরোনাম: |
নিষিদ্ধ ইসকন বিশ্বের ১০ টি দেশে এবং তাদের কার্যক্রমে বাঁধা নিষেধ রয়েছে পৃথিবীর অনেক বড় বড় দেশে।
|
চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। মাত্র ৫৮ বছর আগে শুরু হয় ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের। তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ এড়িয়ে স্বাভাবিক কর্মসূচি পালন করে থাকে। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ১৯৬৬ সালের ১৩ জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয়। নিষিদ্ধ ইসকন যে যে দেশে :- ১. চীন ২.রাশিয়া ৩.মালয়েশিয়ায় নিষিদ্ধ ইসকন। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ আছে। ৪.ইরানে ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এ ছাড়া ৫.সৌদি আরব ৬.আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। ৭.ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইসকন। কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি। ৮.তাজিকিস্তান ৯.উজবেকিস্তান ১০.কাজাখস্তান এবং ১১.তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি জারি রয়েছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত রাখতে দ্রুত ইসকন নিষিদ্ধ করা সময়ের দাবি। (পাশ্ববর্তী দেশ এই সন্ত্রাসী গোষ্ঠীকে উস্কে দিয়ে বিভ্রান্তি তৈরি করছে।)
|