শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
সাড়ে ১৫ বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না : জামায়াত আমির
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৯:৩৩ পিএম |

সাড়ে ১৫ বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যশোরের চাঁচড়া মোড়ে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী বৈষম্যহীন দেশ গড়তে কাজ করে যাচ্ছে। যে দেশ গড়ার জন্য এদেশের ছাত্র-জনতা গুলির মুখে বুক পেতে দিয়েছিল। জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তারা জাতীয় বীর। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যারা সাড়ে ১৫ বছর ধরে নানা ধরনের অপরাধ করেছে তাদের বিচার হবে। অপরাধীদের ক্ষমা করা হবে না।’

তিনি বলেন, ‘একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে যশোর থেকে প্রথম প্রতিবাদ হয়। তৎকালীন নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নেতৃত্বে ওই প্রতিবাদ শুরু হয়েছিল। এ কারণে যশোরকে অন্য এক মর্যাদায় দেখা হয়।’

জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছর ধরে জামায়াতের নেতা-কর্মীদের উপর এমন কোনো জুলুম নেই যা করেনি। একপর্যায়ে জামায়াতকে তারা নিষিদ্ধ করে। মহান আল্লাহ তায়ালা এসব জুলুমের জবাব দিয়েছেন তাদের নিষিদ্ধ করার মাধ্যমে। এদেশের মানুষ ফ্যাসিস্টকে নিষিদ্ধ করেছে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ৫ আগস্টের পর সারাদেশের কোথাও জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। জামায়াত দুঃখের দিনে মানবতার পাশে ছিল, আগামীতেও থাকবে।’

বক্তব্য শেষে শহরতলির খোলাডাঙ্গায় সন্ত্রাসীদের হাতে নিহত জামায়াত নেতা সজলের শিশু সন্তান সজীবকে কোলে নিয়ে আদর করে বিশেষ উপহার দেন জামায়াত আমির।

যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর ও সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। এ সময় জামায়াত নেতা নিহত সজলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com