শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ ২৩ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম: সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন গ্রুপ এ       রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু, সায়মন পেল জিএসএ       আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ       আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত : রিজভী       আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব : অধ্যাপক মুজিবুর রহমান       সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে : মোশাররফ হোসেন       বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির      
বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১:১৮ পিএম |

বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত । 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সুশীল কুমার হালদার। বিশেষ অতিথি ছিলেন  মিজানুর রহমান, শহিদুজ্জামান, তারেক মোহাম্মদ সামছ তুষার, আবু হেনা মোস্তফা আলম, রুবাইয়াত শরীফ, এম এম রাজীব বিল্লাহ,  মোহাম্মদ সেলিম, মোতাহার আলী, এ এস এম আশরাফ উদ্দিন, মিজানুর রহমান ও আব্দুস সালাম। অনুষ্ঠানের উদ্বোধক প্রধান উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশন সুবাস রঞ্জন চৌধুরী।  অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রভাস কুমার মল্লিক। সভাপতিত্ব করেন মোহাম্মদ ফুয়াদ ইমরুল কায়েস তালুকদার। 
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে  ১২ দফা দাবিনামা দেওয়া হয় 

১. অনতিবিলম্বে এমএস হতে এসএই পদে পদোন্নতি দিতে হবে।

২. অনতিবিলম্বে জনবল সংশোধন করে দিদি/ ২০২০  এর অনুরূপ এমএস, এমআইসি করতে হবে।

৩. প্রস্তাবিত  নিয়োগ বিধিতে এম এম, এমআইসি ২০২০ নিয়োগবিধি মোতাবেক থাকবে এবং পদোন্নতি কোটা এমএস  থেকে এস এই  পদে ৫০% এবং খালাসী থেকে এমএস পদে ২০% করতে হবে।

৪ এমএস এর স্কেল পূর্বের ন্যায় টিএক্সআর এর সমান করে বৈষম্য দূর করতে হবে।

৫. কন্টেসপর্ট মামলার রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে 

৬. ওভার টাইম চালু করতে হবে। 

৭. আউট সোর্সিং (নব দাসত্ব প্রথা) বন্ধ করে টিএলআর চালু কাটতে হবে।

৮. অন্যান্য ডিপার্টমেন্ট এর ন্যায় মাঠ পর্যায়ের কর্মচারীদের মান সম্মত পোশাক প্রদান করতে হবে।

৯. হয়রানিমুলক বদলি বন্ধ করতে হবে। 

১০. আন্তঃনগর ট্রেনে ভ্রমণ সুবিধাসহ কার্ড পাস প্রদান করতে হবে। 

১১. নিরাপদ ও ডিসেন্ট কর্মস্থল বাস্তবায়ন করতে হবে। 

১২. প্রতি স্টেশনে এমএসদের সাংকেতিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কাজের সুবিধার্থে এমসেনট্েক্স এবং ওয়াকিটকির ব্যবস্থা করতে হবে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com