সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
আয়ারল্যান্ডের ২ উইকেট তুলে নিয়েছে টাইগ্রেসরা
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৩১ পিএম |

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়নডেতে ফিল্ডিংয়ে নেমে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বাঘিনীরা। মিরপুরে আজ শনিবার সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়েছে। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা।

বল হাতে সুলতানা খাতুন শুরুতেই ওপেনার গ্যাবি লুইসের (২) উইকেট শিকার করেন। এরপর আরেক ওপেনার সারাহ ফোর্বসের (১৩) উইকেট তুলে নিয়েছেন নাহিদা আক্তার।

আয়ারল্যান্ডের সংগ্রহ ২৮ ওভারে ২ উইকেটে ১০১ রান। ব্যাট করছেন অধিনায়ক অ্যামি হান্টা (৪৯) ও অরলা প্রেন্ডারগাস্ট (৩২)।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগ্রেসদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ড নারী দলের।

বাংলাদেশ একাদশ :
ফারজানা হক, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, মারুফা আক্তার।

আয়ারল্যান্ড একাদশ :
সারাহ ফোর্বস, গ্যাবি লুইস, অ্যামি হান্টার (অধিনায়ক), অরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লেয়া পল, উনা রেমন্ড-হোই, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি ম্যাগুয়ার।








সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com