সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
জ্যামাইকায় প্রথম দিনের প্রাপ্তি সাদমানের ফিফটি
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ১০:১২ এএম |

জ্যামাইকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দলের প্রাপ্তি ছিল সাদমানের ফিফটি। ভেজা আউটফিল্ডের কারণে অপেক্ষা বাড়তে থাকে জ্যামাইকা টেস্ট শুরুর। ফলে দু'সেশনের খেলা মাঠেই গড়ায়নি। এমনকি শেষ সেশনের আগে টস করাও সম্ভব হয়নি। এরপর অবশ্য টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।



ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র ১০ রানে জোড়া উইকেট হারায় টাইগাররা। যদিও সেই ধাক্কা সামলে দিয়েছেন সাদমান ইসলাম। সুবাদে আর কোনো উইকেট না হারিয়ে ৬৯ রানে দিনশেষ করে টাইগাররা।

এদিন বরাবরের মতো ব্যর্থ টপ অর্ডার। মাত্র ৮ রানের মাথায় বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। রোচের করা পঞ্চম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ১২ বলে ৩ রান আসে তার ব্যাটে।

এক ওভার পর বিদায় নেন মুমিনুল হকও। তিনিও রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। তাতে মাত্র ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

সেই ধাক্কা সামলে দলকে উদ্ধার করেন সাদমান ইসলাম। তাকে সঙ্গ দেন শাহাদাত দিপু। যখন আরো একবার ব্যাটিং ধসের শঙ্কায় আতঙ্কিত দল, তখন ১৪১ বলে ৫৯ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে। আর কোনো উইকেট হারায়নি দল।

অবশ্য উইকেট হারানোর সম্ভাবনা বেশ কয়েকবারই হয়েছিল। তিনটা ক্যাচ মিস হয়। দু'বার জীবন পান সাদমান, একবার দিপু। অন্যথায় দিনটা ভুলে যাবার মতোই হতো টাইগারদের।

এদিকে এদিন ২৯তম ওভারের দ্বিতীয় বলে হজকে ছক্কা মারেন সাদমান, যা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ছক্কা। ২০তম টেস্ট আর ৩৮তম ইনিংসে এসে প্রথম আন্তর্জাতিক ছক্কা হাকালেন এই ওপেনার।

জীবন পেয়ে ইনিংস সাজিয়েছেন সাদমান। তুলে নিয়েছেন পঞ্চম টেস্ট ফিফটি। সাদমান ১০০ বলে ৫০ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। ৬৩ বলে ১২ রানে দিন শেষ করেছেন দিপু।

 








সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com