সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
সাকিবকে নিয়ে যা ভাবছে বিসিবি
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৪:৩১ পিএম |

দুয়ারে কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। বৈশ্বিক এই আসরে মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলো। বাংলাদেশও হাঁটছে একই পথে। তবে এমন সময়ে হঠাৎ দেখা দিয়েছে নতুন সঙ্কট, সাকিব আল হাসানের থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা।

এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে জোর দিয়ে বলা যাচ্ছে না কোনো কিছুই। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শর্তের মারপ্যাঁচে আটকে গেছে দুই দিকের চাওয়া-পাওয়া।


ওয়েস্ট ইন্ডিজ সফরে তথা জাতীয় দলে ফিরতে বোর্ডকে কিছু শর্ত দিয়েছিলেন সাকিব। কিন্তু বোর্ড এই মুহূর্তে সেগুলো মানতে পারছে না। ফলে প্রতিনিয়ত কমছে সাকিবের দলে ফেরার সম্ভাবনা। বাড়ছে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা।

এমতাবস্থায় কী আছে সাকিবের ভাগ্যে বা তাকে নিয়ে কেমন ভাবছে বিসিবি, তা জানতে চাওয়া হয় বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাছে।

রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিপিএলের মাসকট উন্মোচনী অনুষ্ঠানে এই নিয়ে ফারুক বলেন, ‘সে এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটার যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার। তবে আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য। 

এদিকে দেশে আসতে না পারায় সাকিব খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। এমতাবস্থায় বিসিবি’র করণীয় সম্পর্কে ফারুক বলেন, ‘বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই খেলুক, কিন্তু ও যে কারণে দেশে আসতে পারছে না। তার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না।’

‘এর উত্তর দেয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার ব্যাপারটা মীমাংসা করতে হবে,’ যোগ করেন ফারুক আহমেদ।








সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com